images

রাজনীতি

কার্যালয়ের সামনে ফুটপাতে নিশ্চুপ বসে আছেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০২২, ০৮:২৬ পিএম

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে নিশ্চুপ হয়ে বসে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা থেকে রাত আটটা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অবস্থান করছেন বিএনপি মহাসচিব। তার সঙ্গে অন্যান্য নেতাকর্মীরাও রয়েছেন।

দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় চুপচাপ বসে আছেন মির্জা ফখরুল। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কোনো কথা বলছেন না।

এর আগে বিকেলে বিএনপি মহাসচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন পার্টি অফিসে ঢুকতে আমার কোনো বাধা নেই। কিন্তু পার্টি অফিসের সামনে আসার পর পুলিশ আমাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশকে সরিয়ে নেওয়ার জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

দুপুর ৩টায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে তা চলে সন্ধ্যা পর্যন্ত।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেসব নেতাকর্মী আটকা পড়েছিলেন তাদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

গ্রেফতার হওয়া বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক চৌধুরী এ্যানী, চেয়ারপারসনে বিশেষ সরকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

এমই/জেবি