নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২২, ০২:৫৭ এএম
কুমিল্লার গণসমাবেশ সফল করতে প্রচারণা চালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২২ নভেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে দলটি।
রোববার (২০ নভেম্বর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য জনগণকে অবহিত করতে গতকাল (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বাজারে লিফলেট বিলি করতে যান উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। এসময় তার শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে।
রিজভী বলেন, এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এমই/এমএএম