images

রাজনীতি

‘যেদিন পুরুষ দিবস পালিত হবে সেদিন খুশি হব’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ মার্চ ২০২২, ০৯:২৩ এএম

আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করার স্বপ্ন দেখেন জানিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেছেন, আমি সেই দিন খুশি হব যেদিন পুরুষ দিবসও এভাবে পালিত হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. শাম্মী আহমেদ বলেন, আমি ব্যক্তিগতভাবে নারী দিবস উদযাপনের পক্ষে না। নারীদের জন্য আলাদা একটি দিবস কেন থাকবে। আর এই নারী দিবস বিশ্বব্যাপী পালন করাই প্রমাণ করে যে, আমরা নারীরা কতটা পেছনে। আমাদের কতদূর সামনে যেতে হবে তা আমি জানি না। 

তিনি আরও বলেন, আমরা একটা গর্বিত জাতি কারণ আমাদের সংবিধানে নারী পুরুষকে সম-অধিকার দিয়েছে। বিশ্বের অনেক দেশে এখনো নারীদের ছোট করে দেখা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশেও ১০০ বছর ধরে নারীদের প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ানোর সুযোগ ছিল না।

আওয়ামী লীগের এ নেত্রী বলেন, সুইজারল্যান্ড, সুইডেনের মতো দেশেও কিছুদিন আগ পর্যন্ত নারীদের ভোটাধিকার ছিল না৷ তবে আমাদের সমাজ বাস্তবতা একটু ভিন্ন। কারণ অর্থনীতিতে আমাদের মায়েরা যে অবদান রাখে তা কখনোই উঠে আসে না। যতটুকু একজন পুরুষের উঠে আসে। একজন নারীকে আমরা সমাজ হতে একটি সীমা বেঁধে দেই। আজ বাংলাদেশ ছাত্রলীগ এর একটি বড় দায়িত্ব এই সীমাটাকে ভেঙে দেওয়া।

অনুষ্ঠানে জীবন পথে সংগ্রাম করে চলা ৫০ জন নারীকে সেলাই মেশিন ও আর্থিকভাবে অস্বচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ও বুয়েটের একজন শিক্ষার্থীর মাঝে ৬টি ল্যাপটপ বিতরণ করা হয়। নাভানা গ্রুপের সৌজন্যে ৫০টি সেলাই মেশিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এর পৃষ্ঠপোষকতা ৬টি ল্যাপটপ প্রদান করা হয়।

এমই/এএস