নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২২, ০৯:০৭ এএম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা উন্মোচন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৮ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এই দেয়ালিকা উন্মোচন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের নারী শিক্ষা, মুক্তি, উন্নয়ন ও ক্ষমতায়নের রূপকার, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানকে শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক নারী দিবসে স্বরণ করছি এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য, ছাত্রদল মনোনীত ডাকসু-১৯ জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক, হাজী মুহাম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সিনিয়র সহসভাপতি ও ঢাবি আহ্বায়ক কমিটির সদস্য দ্বীন ইসলাম।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য মো. আল-আমিন, হাজী মুহাম্মদ মুহসীন হলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির, মুজিব হলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রনেতা আবরার হামীম আপন, হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাত্রনেতা মনসুর আহমেদ রাফি সহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এমই/এএস