জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২২, ০৫:১৬ পিএম
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন। সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত এই প্রার্থী নির্বাচনে চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফারুক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৫৪০ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এই কর্মকর্তা বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন বেসরকারি নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হটিয়ে নিজের সমর্থিত প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে ফরিদপুরের রাজনীতিতে আরও স্পষ্ট হলো মজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রভাব। এর আগে নিজ এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নিজের সমর্থিত প্রার্থীরা বেশি বিজয়ী হয়েছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুরের সদরপুর উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত নয়টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা তিনটি ইউপিতে জয় পায়। আর ছয়টি ইউপির চেয়ারম্যান পদে নিক্সনের সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন। এর মধ্যে তিনটিতে আওয়ামী লীগের তিন প্রার্থী জামানত হারান।
৫৭টি জেলা পরিষদের মতো ফরিদপুরেও এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯ উপজেলার ৯ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ১১৮১ জন। ভোট দিয়েছেন ১১৬৭ জন।
জানা গেছে, নির্বাচিত চেয়ারম্যান শাহাদৎ হোসেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত প্রার্থী ছিলেন।
শাহাদৎ হোসেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। তিনি নির্বাচনে লড়তে যুবলীগের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন।
প্রধানমন্ত্রীর আত্মীয় এবং সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ছোটভাই নিক্সন চৌধুরী। তিনি গত দুটি সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হচ্ছেন। আওয়ামী লীগের ঘাঁটিতে ক্ষমতাসীন দলের হেভিওয়েট প্রার্থী জাফর উল্লাহকে পরাজিত করে তাঁর বারবার বিজয়ী হওয়া রাজনীতিতে চমক হিসেবে দেখা হয়।
বিইউ/জেবি