images

রাজনীতি

হাতে হাতে লাঠি নিয়ে সমাবেশে বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

রাজধানীর হাজারীবাগে চলছে বিএনপির সমাবেশ। সেখানে আসা কর্মীদের হাতে হাতে বাঁশ কিংবা কাঠের লাঠি রয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সমাবেশস্থলে গিয়ে এই চিত্র দেখা গেছে।

সমাবেশ উপলক্ষে দুপুরের আগ থেকেই হাজারীবাগের শিকদার মেডিকেলের বিপরীতে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। হাজারীবাগ, ধানমন্ডি, রায়েরবাজারসহ আশপাশের এলাকা থেকে তারা আসছেন।

সমাবেশে আসা নেতাকর্মীদের অনেকের হাতে থাকা লাঠিতে পতাকা বাঁধা দেখা গেছে। তবে অনেককে সরাসরি লাঠি বহন করতে দেখা গেছে।

এদিকে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা মুখোমুখি হন। সেখানে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় দুই পক্ষের মধ্যে হালকা সংঘর্ষ হয়।

bnp2

হাজারীবাগ, ধানমন্ডি থানা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিট বিএনপির নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে বাধা দেয়। এ সময় হাতে থাকা লাঠি নিয়ে বিএনপির কর্মীদের তা প্রতিহত করতে দেখা যায়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির সমাবেশ এখনও চলছে। সেখানে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই রয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে সেখানে যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। এ কারণে পুলিশ সমাবেশস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয় দাবি করে বিএনপি সমাবেশ হাজারীবাগে নিয়ে যায়। 

কারই/জেবি