images

রাজনীতি

ইডেনে কোন্দলের বিষয় জানতে তদন্ত কমিটি গঠন করল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের মধ্যে চলমান অবস্থার বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 
 
রোববার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। 
 
এতে তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে।
 
গত ১৩ মে তামান্না জেসমিন রিভাকে সভাপতি ও সুলতানা রাজিয়াকে সাধারণ সম্পাদক করে তিন বছর পর ইডেন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেত্রীও ছিলেন তিলোত্তমা শিকদার ও বেনজির হোসেন নিশি।
 
কমিটি ঘোষণার পর পরদিনই বিক্ষোভ শুরু করেছিলেন ইডেন ছাত্রলীগের পদ না পাওয়া নেত্রীরা। সে সময় তিলত্তোমার দাবি ছিল, ‘ইডেনে নেত্রী বেশি।’ 
 
এর পর থেকে একেএকে নানা বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ছাত্রলীগ সভাপতি রিভা। 
 
সর্বশেষ গত রাতে ইডেন ছাত্রলীগেরই সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধোর করে হল ছাড়া করেন রিভা ও তার অনুসারীরা। বিষয়টি নিয়ে রাতভর ইডেনে বিক্ষোভ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য ছাত্রলীগ নেত্রীরা। 
 
কারই/এএস