নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২২, ০৫:৫৫ পিএম
গত নির্বাচনে ‘জগাখিচুড়ি জোট’ নিয়ে বিএনপি ধরা খেয়েছে, এবারও ধরা খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৭ আগস্ট) বিকালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জগাখিচুড়ি জোট নিয়ে গতবার মির্জা ফখরুল সাহেব ধরা খেয়েছেন। বিএনপি আবারও ধরা খাবে।
আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, খেলা হবে নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবিলা হবে। ফখরুল সাহেব বলেন- আওয়ামী লীগের পায়ের নিচে না কি মাটি নেই, দেখেছেন? বঙ্গবন্ধুর মাজারে জনতার ঢল, সমাবেশে জনতার ঢল। কী নিয়ে খেলবেন?
বিএনপি বিভিন্ন দূতাবাসে বিদেশিদের কাছে নালিশ করছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বন্দুকের নলে জন্ম নেয়নি। এ সময় দলীয় নেতাকর্মীদের বিএনপির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ দেন তিনি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কারই/আইএইচ