images

রাজনীতি

খাম্বামার্কা বিএনপি এখন বিদ্যুতের পরিকল্পনা দেয়, লজ্জাকর: নানক 

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২২, ০৯:৫৯ পিএম

বিএনপিকে ‘খাম্বা মার্কা' দল আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। দলটি তাদের শাসনামলে বিদ্যুৎ নিয়ে নানা ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এখন তারা বিদ্যুৎ নিয়ে পরিকল্পনা দেয়, যা হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব মন্তব্য করেন।

নানক বলেন, 'তাদের সময়ে বিদ্যুতের জন্য আন্দোলন হয়েছিলো, কানসাটে ১৪জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিলো। সারের জন্য মিছিল করেছিলো কৃষকরা। সেই কৃষকদের ওপর গুলি চালিয়েছিলো তারা। সেই খাম্বামার্কা বিএনপি এখন বিদ্যুতের পরিকল্পনা দেয়, লজ্জাকর। ওদের লজ্জা নেই।'

বিদ্যুৎ নিয়ে বিএনপি সরকারে শাসনামলের জনঅসন্তোষ ও হাহাকারের কথা তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘পানির জন্য দৌড় সালাউদ্দিনের কথা মনে নেই? মসজিদ থেকে বলা হতো, মসজিদের বিদ্রূৎ পানি নেই, যার যার বাসা থেকে ওযু করে আসবেন। এগুলো মানুষ বুলে যায়নি।’

তিনি বলেন, 'সারা বিশ্বে যখন কোভিডের সংকট চলছে তখন শেখ হাসিনার নেতৃত্ব ভালোভাবে সংকট মোকাবিলা করেছে। টিকা আসার আগেই তিনি টিকার জন্য টাকা দিয়ে বুকিং করে রেখেছিলেন, যাতে বাংলাদেশ আগেই টিকা পায়। বিনা পয়সায় সবাইকে টিকা দিয়ে কোভিড নিয়ন্ত্রন করেছেন শেখ হাসিনা। অর্থনীতি টিকিকে রাখতে বিভিন্ন প্রনোদনা দিয়েছেন বিভিন্ন খাতে।'

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

কারই