images

রাজনীতি

আশুরার কারণে তেল নিয়ে বিক্ষোভের তারিখ পাল্টালো জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ আগস্ট ২০২২, ০৪:০৯ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে জেলায় জেলায় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে জাতীয় পার্টি। আগামীকাল মঙ্গলবার এই কর্মসূচি পালনের তারিখ ধার্য থাকলেও তা পরিবর্তন করে বুধবার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

পবিত্র আশুরার কারণে বিক্ষোভের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাপা।

সোমবার দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় পার্টি ঘোষিত সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সকল ইউনিটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বুধবার।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বিইউ/এমআর