images

রাজনীতি

দেশবাসী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে: বিএনপি প্রার্থী রবিন

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

ঢাকা-৪ (শ্যামপুর–কদমতলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার সীমিত ছিল। দেশের মানুষ এখন দীর্ঘ প্রতীক্ষার পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শ্যামপুর থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের আদ্-দ্বীন হাসপাতালের সামনে আয়োজিত পথসভায় রবিন বলেন, দেশের মানুষ ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চায়। তিনি আশা প্রকাশ করেন, সংসদে নির্বাচিত হলে শুধুমাত্র এলাকার মানুষের স্বার্থ ও উন্নয়নকেই প্রাধান্য দেবেন।

picture

পথসভায় তিনি অভিযোগ করেন, বিগত সময়ে নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিরা এলাকার প্রকৃত উন্নয়নের পরিবর্তে লুটপাটে ব্যস্ত ছিলেন। বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন ঘটেনি। এলাকায় বহিরাগত সন্ত্রাস ও দুর্বৃত্তদের দাপট এবং বয়স্ক মানুষ পর্যন্ত ছিনতাইয়ের শিকার হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বেড়েছে।

রবিন ব্যবসায়ীদের দুরবস্থা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের নিয়মিত চাঁদা দিতে হয়েছে, যা ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে। ভবিষ্যতে এই চাঁদাবাজি বন্ধ করে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের আওতায় থাকা সত্ত্বেও পর্যাপ্ত কমিউনিটি সেন্টার, খেলার মাঠ ও বিনোদনের সুযোগ নেই। এতে তরুণ সমাজ নানা সামাজিক সমস্যার দিকে ঝুঁকছে, খেলাধুলার অভাবে কিশোরদের মধ্যে মাদকাসক্তি ও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে রবিন জানান, সামান্য বৃষ্টিতেও এলাকাজুড়ে পানি জমে যায়। ৫ আগস্টের পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

গ্যাস সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়া গ্যাস লাইনের ওপর সড়ক উঁচু করার কারণে সমস্যা আরও তীব্র হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

picture

রবিন এলাকার সকল নাগরিককে আহ্বান জানান, সম্মান ও অংশগ্রহণভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নিশ্চিত করেন, শ্রমজীবী মানুষসহ সমাজের সব শ্রেণির মর্যাদা রক্ষা এবং স্থানীয় মুরুব্বি, আলেম ও ধর্মীয় নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

নিজেকে এলাকার সন্তান হিসেবে তুলে ধরে তিনি বলেন, ভোটকে তিনি আমানত হিসেবে দেখেন এবং সেই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। বিএনপি নির্বাচিত হলে জনগণের রায়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গঠন করে নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।

এমআর/এআর