images

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে বিএনপি যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেটি নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। অতীতেও বিএনপি প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সেটা হচ্ছে দুর্নীতি। ক্ষমতায় গেলে বিএনপি যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। এটি দেশের মানুষের কাছে বিএনপির কমিটমেন্ট।

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, ‘বিএনপি ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকারে ছিল। বিএনপি সরকার অতীতে প্রমাণ করেছে তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল। ২০০১ সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দায়িত্ব পান তখন ধীরে ধীরে ধীরে দেশকে দুর্নীতির কবল থেকে বের করে নিয়ে এসেছেন।

‘আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের দুটো বিষয় খুব পরিষ্কার নজর দিতে হবে। কারণ এই দুটো বিষয় বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার, যা তাদের বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই বিষয়ে আপনাদের বিএনপি সফলভাবে কাজ করতে পার। কী সেই বিষয় দুটো? সেই বিষয় দুটো হচ্ছে এক মানুষের নিরাপত্তা। যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে। 

বিএনপি ক্ষমতায় গেলে অতীতের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করবে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, ‘বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন যেই হোক না কেন এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোন অনৈতিক কাজে নিজেকে জড়িয়েছে আমরা তাদেরকেও ছাড় দেইনি।

‘আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে সফল ও কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যাতে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।’

এমআইকে/এমআর