মুহা. তারিক আবেদীন ইমন
২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
দেশের উত্তরের জেলাগুলোতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাগুলোতে জনতার ঢল দেখা গেছে। সরব উপস্থিতি দেখা গেছে নারীদেরও। তাদের সঙ্গে রয়েছে শিশুরাও।
জনসভার মাঠগুলোতে নারীদের জন্য পৃথক জায়গা নির্ধারণ করা হয়েছে। পরিপূর্ণ হিজাব পড়া নারীদের পাশাপাশি রয়েছে সাধারণ পোশাকের নারীরাও। বিশেষ করে বগুড়া ও সিরাজগঞ্জের জনসভাগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে দেখা যায় মাঠের একপাশে নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রবেশ ও বের হওয়ার পৃথক রাস্তা করা হয়েছে। নারীদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, যারা নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
একই অবস্থা দেখা গেছে বগুড়ার শেরপুর মাঠেও। জনসভায় আসা একজন বলেন, আমরা স্বপরিবারে এখানে এসেছি। আমাদের সন্তানদেরও সঙ্গে এনেছি। এবার জামায়াত ক্ষমতায় আসবে। সবাই তাদের অধিকার ফিরে পাবে।
জনসভা শেষে আরেক নারী বলেন, এখানে আমরা স্বেচ্ছায় এসেছি। আমরা জামায়াতকে ভালোবাসি। জামায়াতের জন্য কাজ করি। এই এলাকার নারীদের বেশিরভাগ ভোট জামায়াত পাবে।
এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াত আমির তার সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন। এরপর দুপুর ১২টায় বগুড়া শহর এবং দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলায় জনসভায় বক্তব্য দেন আমির। তারপর বিকালে সিরাজগঞ্জ শহরে, উল্লাপাড়া উপজেলায় নির্ধারিত জনসভায় অংশ দেবেন ডা. শফিকুর রহমান।
সিরাজগঞ্জের কর্মসূচি শেষে পাবনা জেলায় সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সমাবেশে যোগ দিয়ে সফরের দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচার শেষ করবেন জামায়াত আমির।
টিএই/ক.ম