images

রাজনীতি

আবু সাঈদদের রেখে যাওয়া আমানত জীবন দিয়ে হলেও রক্ষা করব: জামায়াত আমির

মুহা. তারিক আবেদীন ইমন

২৪ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের যে আমানত আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই আমানত রক্ষায় প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত। তাদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক স্বাধীন বাংলাদেশ গড়া। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই—তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় জামায়াত আমির বলেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখা হবে না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিল, সেভাবেই বুক পেতে দিতে আমরা প্রস্তুত।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাইদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ডা. শফিকুর রহমান। তিনি আবু সাইদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাবে।

পরে গণমাধ্যমে ব্রিফিংয়ে ‘কঠিন সময়, দমন-পীড়ন কিংবা সংকট—কোনো পরিস্থিতিতেই জনগণকে ছেড়ে যায়নি জামায়াতে ইসলামী; ভবিষ্যতেও যাবে না’—এমন অঙ্গীকার ব্যক্ত করে জামায়াত আমির বলেন, জীবন চলে গেলেও অন্যায়ের কাছে মাথা নত করা হবে না।

তিনি আরও বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালিয়ে যাইনি। পরিস্থিতি যেমনই হোক, জনগণের পাশেই থাকবো।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াত আমির তার সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন। এরপর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সকাল ১০টায় আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেন তিনি।

দুপুর ১২টায় বগুড়া শহর এবং দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর সিরাজগঞ্জ শহরে বিকেল সাড়ে ৩টায় এবং উল্লাপাড়া উপজেলায় বিকেল ৪টায় নির্ধারিত জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান।

সিরাজগঞ্জের কর্মসূচি শেষে পাবনা জেলায় সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সমাবেশে যোগ দিয়ে সফরের দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারণা শেষ করবেন তিনি। এসব জনসভায় নিজ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জামায়াতে ইসলামীর মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

টিএই/এএস