নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় নেতারা।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের রাজনৈতিক অধিকার, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা তাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ প্রত্যাশাগুলো চেয়ারম্যানের সামনে তুলে ধরেন।
/এএস