নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দফতরে এই বৈঠকে বসেন তারা। বিকেল পৌনে ৫টার দিকে এই বৈঠক শুরু হয়।
মির্জা ফখরুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।
এদিকে সকাল থেকে তিন দফা দাবিতে ইসি ভবনের সামনে ছাত্রদল ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তাদের কর্মসূচি তিনটি বিষয়ে চলছে।
আরও পড়ুন
‘নীলনক্শা বাস্তবায়নের কাঁটা ভেবে জিয়াকে হত্যা করে দেশবিরোধীরা’
১) পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২) বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩) বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
এমএইচএইচ/এএস