নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখলেও চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ রায় দেয় সংস্থাটি।
আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে ইসিতে তিনটি আপিল দায়ের করা হয়েছিল। তার মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছে ব্যাংক এশিয়া ও ট্রাস্ট ব্যাংক। ওই আসনের জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীও তার বিরুদ্ধে পৃথক আপিল করেছেন। আনোয়ার সিদ্দিকের দাবি, আসলাম চৌধুরীকে ঋণখেলাপি ঘোষণা থেকে বিরত থাকতে আদালতের নির্দেশ থাকলেও শর্ত হিসেবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১৩টি ব্যাংকে ৫০ কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল, যা তিনি পালন করেননি।
আপিল শুনানি শেষে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে রায় দেয় ইসি।
অন্যদিকে সারোয়ার আলমগীরও রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। ফলে ভোটে লড়তে চাইলে এখন তাকে হাইকোর্টে যেতে হবে।
এমএইচএইচ/এএস