images

রাজনীতি

২৫ জানুয়ারি জামায়াত আমিরের সঙ্গে বসবেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেছেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত এবার ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। এরই অংশ হিসেবে আগামী রোববার (২৫ জানুয়ারি) তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

রোববার কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এখনও জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কোথায় বৈঠক করবেন তার বিস্তারিত জানা যায়নি।

এদিকে ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর গত ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন।

ওই সময় রাষ্ট্রপতি তাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’

এরআগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিয়ম অনুযায়ী, এই মনোনয়ন চূড়ান্ত করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়। পরে ১৯ ডিসেম্বর লিংকডইনে দেওয়া এক পোস্টে সিনেটের অনুমোদন পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপরই আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে আসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

এসএইচ/এএম