images

রাজনীতি

জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের দেখভালের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠন করার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেন। ইনশাআল্লাহ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে এই মন্ত্রণালয় থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠন করে ব্যবস্থা করা হবে।’

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিউটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতরা।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘জুলাই আন্দোলনে ৩০ হাজার মানুষ আহত হয়েছে। এর মধ্যে এমন কিছু মানুষ আছেন, যাদের এক চোখ হারিয়েছে অথবা কারো দুই চোখই নষ্ট হয়েছে এবং পঙ্গু হয়েছেন অনেকে। জুলাইয়ে যেভাবে দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে, সেটিকে আমরা গণহত্যা বলতে পারি। জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন, তাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। অধিকারহারা মানুষের গণ-আন্দোলন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের বিষয়ে স্বাধীনতা ও গণতন্ত্রকামী প্রিয় মানুষকে সজাগ থাকা জরুরি।’

অনুষ্ঠানে আরো অংশ নেন- বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিইউ/এমআর