images

রাজনীতি

কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না: নুর

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

ট্রাক মার্কায় ভোট চেয়ে গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, আপনারা কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদের সন্তান। জাতীয় স্বার্থ, অধিকার রক্ষায় কাজ করার জন্য সুযোগ দিন। পিছিয়ে থাকা অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষ ও জনপদের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, গত বছরের ৫ আগস্টের পূর্বে একটি মহল ফ্যাসিস্ট সরকারবিরোধী অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। তবে ৫ আগস্টের পরে তারা রাতারাতি বদলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারাই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভারতের দালাল বলে আখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিশ্বের কাছে বাংলাদেশকে তারা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চাইছে।

মাহফিলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমি কিন্তু নারায়ণগঞ্জের সন্তান। আপনারা গলাচিপা, দশমিনাবাসী যারা আছেন নারায়ণগঞ্জে, ইনশাআল্লাহ নুর ভাই পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করবেন, সংসদ নির্বাচনের আগেই কিন্তু এলাকায় চলে যেতে হবে। নুর ভাইকে নির্বাচিত করতে হবে। কারণ নুর ভাই নির্বাচিত হলে আগামী দিনে এমপি হবে, আগামী দিনে মন্ত্রীও হবে। কারণ তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফ ভূঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিব প্রমুখ।

এসএইচ/এফএ