images

রাজনীতি

ইসির উপর আস্থা রাখা ছাড়া বিকল্প নাই: জাপা

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা ছাড়া কোনো বিকল্প নাই।’

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইসির মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন কি না- জানতে চাইলে শামীম হায়দার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা। সংবিধানে আলাদা ভাবল কমিশনের কথা বলা আছে এবং স্বাধীনতার কথা বলা আছে, সকল মহল তাকে সহযোগিতা করবে বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সবরকম সহায়তা দেবে তাদের উপর আস্থা রাখা ছাড়া তো আমাদের আসলে আর কোনো বিকল্প নাই।

তিনি বলেন, আজকে পর্যন্ত আমাদের আপিলে প্রায় ৪০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে আমরা এখন পর্যন্ত প্রায় ৩৫টি আপিল নির্বাচন কমিশন নিজেই উনারা শুনে আপিল মঞ্জুর করেছেন। এছাড়া হাইকোর্ট থেকে তিনটি ফেরত পেয়েছি। এখনো আরও তিনটি আমাদের হাইকোর্টে পেন্ডিং আছে। তো আমরা আশাবাদী দু-একটি বাদে যতগুলো মনোনয়ন বাতিল হয়েছে, আমরা সবগুলো ফেরত পাব এবং আমাদের প্রার্থীরা বিপুল উৎসাহ নিয়ে ভোট করবে।’ 

শামীম হায়দার বলেন, লেভেল প্লেইং ফিল্ডের তীব্র সংকট আমরা দেখছি। নির্বাচন কমিশনের ভেতরে হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের করিডরে হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের অফিসের সামনে বাইরে রাস্তায় পুলিশের সামনে চরমভাবে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ কিংকর্তব্যবিমূড় হয়ে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন কমিশনকে শুধু নির্বাচন কমিশনের অফিস না, ৪২ হাজার সেন্টারে ভোট করতে হবে। যেখানে একটি অফিসই এখনো পুরোপুরি নিরাপদ না। সারাদেশ কিভাবে নিরাপদ হবে। ঠিক সেই জায়গায় আমরা মনে করি, এখনো সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন গ্রহণের জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারেনি। প্রশাসনকে তাৎক্ষণিক অ্যাকশন নিতে হবে। প্রশাসন অ্যাকশন নিতে অনেক স্লো।’

এমএইচএইচ/এএইচ