images

রাজনীতি

জামালপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ফারজানা ফরিদ

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামালপুর-৩ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী ফারজানা ফরিদ।

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত দেয়। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার প্রার্থিতা বাতিল হয়েছিল ১ শতাংশ ভোটারের সমর্থকের যে বিষয়টা থাকে সেটার জন্য। আমি আপিল করেছিলাম নির্বাচন কমিশনে। তারা সব কাগজপত্র ঠিক দেখে আমার আবেদনটি মঞ্জুর করেছে। আমার প্রার্থিতা বৈধ করেছে।’ 

ভোটারদের জন্য কোনো বার্তা আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটারদের জন্য অবশ্যই বার্তা আছে। কারণ একজন প্রার্থী কিন্তু নির্বাচিত হয় তাদের ভোটার এবং সমর্থকের মাধ্যমেই। আমি চেষ্টা করব, আমার মেলান্দ-মাদারগঞ্জের যেসব সুবিধাবঞ্চিত মানুষ আছে, দল-মত নির্বিশেষে, শ্রেণি নির্বিশেষে আমি যাতে সবার পাশে দাঁড়াতে পারি, সবাই যাতে আমার কাছে আসতে পারে নির্দ্বিধায়।’

ফারজানা বলেন, ‘আমি যে স্বতন্ত্র প্রার্থী দল-মত নির্বিশেষে সব মানুষের কাছে, আমি যাতে যেতে পারি, তারা যাতে আমাকে একটা সুযোগ দেয় এবং নারী প্রার্থী হিসেবে অবশ্যই নারীরা যাতে এগিয়ে যেতে পারে, আমি সেই ধরনের কাজ করতে চাই।’ 

তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান বলেও এসময় জানান জামালপুর-৩ আসনের এই স্বতন্ত্র নারী প্রার্থী।

এমএইচএইচ/এএইচ