জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মী।
শনিবার (১৭ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৭৫ নং ওয়ার্ড (দাসেরকান্দি) সভাপতি গাজী নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন ও কাজী খালেদ হোসেনসহ এসব নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
নবাগত নেতাকর্মীরা তাদের যোগদানকে সংগঠনের উন্নয়ন এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
টিএই/এমআর