images

রাজনীতি

ক্ষমতা নয়, আমাদের রাজনীতি মানুষের জন্য: হাবিবুর রশিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

জনগণের ভালোবাসা ও আস্থার প্রতি আজীবন দায়বদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনতার জন্য। সবার আগে বাংলাদেশ।

শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মান্ডা গ্রীন মডেল টাউনে শান্তিকানন সোসাইটি বাৎসরিক মিলনমেলায় তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবেন এবং এর মাধ্যমেই গণতন্ত্রের সার্থকতা নিশ্চিত হবে।

হাবিব বলেন, পারিবারিক ও সামাজিক বন্ধন থেকেই মানুষের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক চেতনার জন্ম হয়। এই বন্ধন যত গভীর হয়, মানুষের আত্মত্যাগের মানসিকতাও তত দৃঢ় হয়।

তিনি বলেন, আমরা পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের জন্য কাজ করতে করতে একসময় দেশের জন্য কাজ করার মানসিকতায় পৌঁছে যাই। তখন ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করতেও দ্বিধা করি না।

বিএনপির এই নেতা বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, স্বাধীনতার জন্য লাখো শহীদের রক্ত ঝরেছে, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বহু সহযোদ্ধা আত্মত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়েও ছাত্র-জনতা রক্ত দিয়েছে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে।

হাবিবুর রশিদ হাবিব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তারা নিজেদের জীবন ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। এই আত্মত্যাগই আজকের আন্দোলনের প্রেরণা।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, তা ১৮ কোটি মানুষের বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিক তার পূর্ণ অধিকার দাবি ও বাস্তবায়ন করতে পারবে।  আমি এই দেশের একজন নাগরিক, আমারও সমান অধিকার আছে এই আত্মবিশ্বাসই হবে আগামীর বাংলাদেশের ভিত্তি।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবেন এবং সেখানেই গণতন্ত্রের সার্থকতা।

হাবিব বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা হবে নিরাপদ, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ। তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিইউ/ক.ম