জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি দলগুলোর আসন বণ্টনের কথা জানানো হয়েছে। এতে জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন, খেলাফত মজলিস ১০ আসন, এলডিপি ৭ আসন, এবি পার্টি ৩ আসন, নেজামে ইসলাম ও বিডিপিকে ২টি করে আসন দেয়া হয়েছে।
বাকি ৪৭ আসনে জোটের পক্ষ থেকে আসন সমঝোতায় এখনো কোনো প্রার্থী দেয়া হয়নি। তবে জোটের মধ্যে বাকি আছে তিনটি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
জানা গেছে, এই তিন দলের মধ্যে ইসলামী আন্দোলনের আসনের চাহিদা এবং বণ্টন নিয়ে সমস্যা হওয়ার কারণেই চূড়ান্ত ঘোষণা বিলম্বে হয়েছে। এখন পর্যন্ত এই দলটি জোটে থাকবে কিনা তা চূড়ান্ত নয়। তবে তারা জোটে থাকলে ৪৭ আসনের বেশিরভাগ তাদের দেওয়া হতে পারে। আবার পুরোটাই এই দল পেতে পারে। কারণ জাগপার প্রার্থী ইতিমধ্যে নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছেন।
আরও পড়ুন: ২৫৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ঘোষণা
তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোটে না থাকলে আসন আবারও ভাগ হতে পারে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কতগুলো আসন ছাড় দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। এই সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে কেউ অংশও নেয়নি।
অন্যদিকে শুক্রবার বিকেল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতার বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিইউ/এআর