images

রাজনীতি

অন্যায়-অনিয়ম সবাই মিলে প্রতিরোধের ঘোষণা হাবিবের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

দলের নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, এলাকার উন্নয়নে যা কিছু ভালো উদ্যোগ থাকবে, ইনশাআল্লাহ তিনি তার সঙ্গে থাকবেন। একই সঙ্গে সমাজে কোনো অনিয়ম বা অন্যায় হলে সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে।সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানী খিলগাঁওয়ের গোড়ানে কাইউম জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে এক দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, সকলের অংশগ্রহণে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়ে  বলেছেন, আগামী বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

হাবিব বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে। আগামী বাংলাদেশের জন্য, দেশের কল্যাণ ও এলাকার উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি থাকবে না। আমরা চাই মানুষ মুক্তভাবে বাঁচুক এবং সমাজে সবার নিরাপত্তা নিশ্চিত হোক।

অতীতে এলাকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও স্নেহের কথা স্মরণ করে হাবিব বলেন, ভবিষ্যতেও জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, আমরা সবাই যেন ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের সহায় হন এই দোয়াই করি।

বিইউ/এআর