নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
ভোটারদের বিকাশ নাম্বার ও এনআইডি সংগ্রহ করছে জামায়েত ইসলামী বিএনপির এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘এগুলো ভুল তথ্য, বিষয়টি এমন যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বৈঠকে তার নেতৃত্বে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ব্যারিস্টার নাজিব মোমেন।
এর আগে গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটিরর সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, মোবাইল নম্বর সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে, কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই। আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। কিন্তু তারপরও যে করা হচ্ছে এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদের দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশে কিছু অর্থ লেনদেনেরও সম্ভাবনা আছে। আমরা এই ব্যাপারে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
এ বিষয়টি সামনে আনলে আজ বৃহস্পতিবার হামিদুর রহমান আজাদ বলেন, ‘এ কথাটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি বললাম না যে উনি মিথ্যা বলেছেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা সঠিক না। আমরা এ ধরনের কোনো কাজ করি নাই। ঠাকুরঘরে কে রে আমি কলা খাই না।’
এমএইচএইচ/এফএ