জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতি আনতে নির্বাচন পর্যবেক্ষক ও প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনে এ উপ-কমিটি গঠন করা হয়।
নবগঠিত নির্বাচন পর্যবেক্ষক ও প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান তুহিন।
উপ-কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নাভিদ নওরোজ শাহ, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ইয়াহিয়া জিসান, জাওয়াদুল করিম, ইঞ্জিনিয়ার মো. রাইসুল ইসলাম, মো. আসিফ উদ্দিন সম্রাট, সাদেক মির্জা, শারমিন আকতার বিনা, কাজী মো. জায়েদ, মো. মোসলেহ উদ্দিন খান, আছিয়া আকতার রেমিজা এবং তানজিদ রহমান।
জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও দক্ষ করে তুলতে এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে।
বিইউ/এএস