images

রাজনীতি

ঢাকা-১৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নাসিম

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

হলফনামায় স্বাক্ষর না থাকার জটিলতায় প্রার্থিতা আটকে যাওয়া ঢাকা-১৭ আসনের কামরুল হাসান নাসিমের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪জানুয়ারি) বিকেলে শুনানি শেষে তার মনোনয়নটি বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল। 

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান নাসিম। 

ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এই আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

কামরুল হাসান নাসিম রাজনীতিতে নানা কারণে আলোচনায় এসেছেন বারবার। রাজনৈতিক জীবনের শুরুতে ছিলেন বিএনপির সাথেই। কিন্তু ২০০৬ সাল থেকে তিনি নিষ্ক্রিয় হয়ে যান। অতঃপর, তিনি ২০০৯ সালে ‘গড়বো বাংলাদেশ’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র হিসেবে সামনে এসে আলোচনার জন্ম দেন । পরবর্তীতে বিএনপি পুনর্গঠন চেয়ে ২০১৫ সালে নতুন করে আলোচনায় আসেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তার কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

মনোনয়ন বৈধ হওয়ার পর কামরুল হাসান নাসিম বলেন, বাংলাদেশ পুনর্গঠন ও আগামী দিনের রাজনীতির জন্য ভূমিকা রাখতে চাই। একইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক রাজনীতির প্রতিনিধি হিসেবে লক্ষ্য পূরণ করতে চাই।

এদিকে ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (ডা. মতিন) থেকে কাঁঠাল প্রতীক নিয়ে লড়বেন কামরুল হাসান নাসিম।

বিইউ/ক.ম