images

রাজনীতি

তুলির আসনে প্রার্থী হওয়ায় সাজুকে বিএনপি থেকে বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য এসএ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

এস এ সিদ্দিক সাজু ঢাকা-১৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন। তিনি বিএনপি থেকে মনোনয়ন চাইলেও এই আসনে মায়ের ডাক-সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেয়া হয়। পরে সাজুকে দলের পক্ষ থেকে নির্বাচন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তিনি মাঠে রয়ে গেছেন। সবশেষ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনিও অনুরোধ করেন বলে জানা গেছে। কিন্তু তিনি নির্বাচন থেকে সরবেন না এমন সিদ্ধান্তের পরই বিএনপি তাকে বহিষ্কার করল।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিইউ/এআর