images

রাজনীতি

জামায়াত জোটের আলোচনা শেষ পর্যায়ে, ৮-১০ আসন নিয়ে জটিলতা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে এখনও চলছে দেন-দরবার। আলোচনা যেন শেষ হয়েও হচ্ছে না। তবে ৮-১০টি আসনকে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা। যা নিয়ে আজ রাতের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জোটসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার কয়েকটি আসনসহ ১০টি আসন নিয়ে চলছে আলোচনা। যেখানে রয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের হেভিওয়েট প্রার্থী। শেষমেশ কিছু আসন উন্মুক্ত করে দেওয়ার বিষয়েও চলছে পর্যালোচনা। আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে।

জানা গেছে, আজ মঙ্গলবার রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই বৈঠকেই বাকি থাকা কয়েকটি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সূত্র জানিয়েছে, প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। তবে এসব সংখ্যার বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলন বাংলাদেশের এক শীর্ষ নেতা ঢাকা মেইলকে বলেন, কয়েকটা আসন নিয়ে আলোচনা অব্যাহত। এখনও বৈঠক চলছে। আশা করছি কালকে একটা কিছু জানতে পারবেন।

জোটের আসন সমঝোতার ঘোষণা প্রসঙ্গে গতকাল সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা আগামীকালের (মঙ্গলবার) ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশু (বুধবার)। সবার সামনে আমরা একসঙ্গে আসব।’

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা মেইলকে বলেন, আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। ঘোষণার প্রস্তুতি চলছে। অল্প সময়ের মধ্যে জানতে পারবেন।

টিএই/এআর