নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির চতুর্থদিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক বলেন, ‘আপনারা জানেন আমি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি এক টাকা কারো কাছে ঋণ করিনি। আমি একটা কোম্পানিতে নামমাত্র শেয়ার নিয়ে স্বাক্ষর করেছিলাম, নির্বাচন কমিশন বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।’
মোহাম্মদ আবদুল হকের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেন, ‘ঢাকা-২ আসনে আবদুল হক ভাইয়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল একটা গ্রাউন্ড যে কোনো আমলে কোম্পানি ঋণ নিয়েছিল; সেই ঋণের খেলাপি হিসাবে। তিনি ২০২১ সালে ওনার সমস্ত শেয়ার হস্তান্তর করে দিয়ে গিয়েছেন। নির্বাচন কমিশন এ আপিল শুনানি করে আপিল মঞ্জুর করেছেন। আপনারা দোয়া করবেন উনি যাতে জয়ী হোন।
এর আগে গত ৩ জানুয়ারি যাচাইবাছাইয়ের সময় ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন।
কর্নেল (অব.) আবদুল হক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (রাওয়া)-এর সভাপতি। কর্নেল (অব.) আবদুল হকের প্রার্থিতা ফিরে পাওয়ায় ঢাকা-২ আসনে তার সঙ্গে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এমএইচএইচ/এফএ