নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতেই হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জাতি গঠনের যে ঐতিহাসিক সুযোগ বর্তমানে সামনে এসেছে, তার সম্পূর্ণ কৃতিত্ব ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের। সে সময় তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনবাজি রেখে রাজপথে লড়াই করেছিল বলেই দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটলেও এখনো ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতির সম্পূর্ণ বিলোপ ঘটেনি। দেশ থেকে ফ্যাসিবাদের স্থায়ী অবসান নিশ্চিত করতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হবে এবং সেখানে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করা অপরিহার্য।’
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতেই হবে।’ এ লক্ষ্যে তিনি জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালনের জন্য দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী এবং সরকারের প্রতি আহ্বান জানান।
রেজাউল করীম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে জনতা কেবল একটি নির্বাচনের দাবিতে জীবন দেয়নি; বরং একটি মহৎ ও আদর্শিক উদ্দেশ্য সামনে রেখেই তারা রাজপথে নেমেছিল। জুলাই সনদে সেই প্রত্যাশা পুরোপুরি না হলেও বহুলাংশে প্রতিফলিত হয়েছে।’
তার দাবি, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই গণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে।’
তিনি মনে করেন, ‘জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় গণভোটের আলোচনা আড়ালে চলে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান।’ জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে প্রায় হারিয়ে যাওয়াকে তিনি হতাশাজনক বলে উল্লেখ করেন।
ইসলামী আন্দোলনের আমির সতর্ক করেন, ‘জুলাই সনদের পক্ষে যদি ব্যাপক জনসমর্থন দৃশ্যমান না হয়, তাহলে বর্তমান সরকার, জাতীয় নির্বাচনসহ সব রাজনৈতিক প্রক্রিয়াই প্রশ্নের মুখে পড়তে পারে। তাই জুলাই সনদ নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জননিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ কাটেনি।’ এ বিষয়ে সরকারকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
এমআর/এএইচ