ঢাকা মেইল ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে যে পর্বতসম সমস্যা রয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে সেগুলো শুনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে বিফ্রিং করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ব্যবসায়ীদের যে বড় ধরনের সমস্যা হচ্ছে সেটি হলো বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে, ক্যাপিটাল মার্কেটের সমস্যা এগুলো তুলে ধরেছেন তারেক রহমানের কাছে।
আমলাতন্ত্র, চাঁদাবাজের সমস্যা, ব্যাংক সুদের সমস্যা, দুর্নীতির কারণে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এগুলোতে জনগণ সমস্যায় পড়ছে। আর ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না। তাহলে বিদেশিরা বিনিয়োগ করবে কীভাবে? ক্ষমতায় আসলে এসব সমস্যার সমাধান করবে বিএনপি।
খসরু আরও বলেন, নীতিমালা প্রণয়ন করেছি, এগুলো কীভাবে বাস্তবায়ন হবে সেগুলো তুলে ধরা হয়েছে ব্যবসায়ীদের কাছে। বাংলাদেশের অর্থনীতিতে যত সংস্কার সব বিএনপির আমলে হয়েছে।
যে বড় ধরনের সংস্কার দরকার সেগুলো করতে নীতিমালায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
খসরু বলেন, ব্যবসায়ীরা আমাদের নীতিমালা নিয়ে খুবই সন্তুষ্ট। তিনি বলেন, বিএনপির আমলে শেয়ারবাজারে পতন হয়নি, ব্যাংকে লুটপাট হয়নি, টাকা পাচার হয়নি। বিএনপির ওপর আস্থা আছে তাদের। অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে প্রত্যাশাও তাদের।
বৈঠকে অংশ নিয়েছেন-ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।
এ ছাড়া পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আব্দুল মোকতাদির, বিএবির সভাপতি আব্দুল হাই সরকার, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামিম এহসান এবং ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও ইকবাল হাসান মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।
/এএস