নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
বহিষ্কার, স্থগিত বা অব্যাহতি পাওয়া আরও ২২ নেতাকর্মীর শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বিএনপি। আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ৪ জানুয়ারি তাঁদের প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক অবস্থান ফিরিয়ে দেওয়া হয়।
দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বিভিন্ন সময় এসব নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সর্বশেষ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের পুনর্বহাল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. শামিম আহমেদ, কাজী শারমিন আক্তার টুকটুকি, আলহাজ ইমাম হোসেন, আবু সুফিয়ান রানা, জাহানারা বেগম, মোছা. শিল্পী খাতুন, মাওলানা মো. আব্দুল হাকিম, জুবায়ের আহমেদ চৌধুরী, এহতেশামুল আজিম, লুৎফুল হায়দার রুমি, শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান মদন, মতিউর রহমান মতিন, সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলকে বিভিন্ন পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে তাঁদের পদ পুনর্বহাল করা হয়েছে।
এ ছাড়া মদিনা আক্তার ও মতিন বকশের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সৈয়দ রমিজ উদ্দিনের অব্যাহতির আদেশও বাতিল করা হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নীতি ও আদর্শের প্রতি আনুগত্য নিশ্চিত করতেই এই পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এআর