নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন। নির্দিষ্ট সময় পর পর দলবদ্ধভাবে মাজারে প্রবেশ করে তারা শ্রদ্ধা নিবেদন করছেন।
সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মাজার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সীমিত পরিসরে প্রবেশের সুযোগ দেওয়া হলেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেককে হাতে দলের পতাকা ও কালো ব্যাজ পরিহিত অবস্থায় মাজারের সামনে অপেক্ষা করতে দেখা যায়।

নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। তার অবদান স্মরণ করতেই তারা মাজারে এসে শ্রদ্ধা জানাচ্ছেন।
দলের একাধিক নেতা জানান, আজ দিনভর বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা মাজারে এসে দোয়া ও শ্রদ্ধা জানাবেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য দলীয়ভাবে সবাইকে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এএইচ/এএস