০২ জানুয়ারি ২০২৬, ০২:২৮ এএম
রাজনীতি মাঠে মির্জা আব্বাস বড় নাম হলেও সম্পদের দৌড়ে তাকে ছাড়িয়ে গেছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, মির্জা আব্বাসের সম্পদ ৫৩ কোটি ১৬ লাখ টাকার মধ্যে তার ছেলে ইয়াসিরের সম্পদ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৬৪ লাখ টাকায়।
হলফনামায় দেখা গেছে, মির্জা আব্বাসের হাতে নগদ রয়েছে পৌনে ৪ কোটি টাকা। ব্যাংক জমা, স্থায়ী আমানত ও শেয়ারসহ তার পরিবারের মোট সম্পদ প্রায় ১৪৫ কোটি টাকা।
ব্যাংকিং খাতে বড় বিনিয়োগ রয়েছে মির্জা আব্বাসের। ঢাকা ব্যাংকের শেয়ার তার নামে ৫১ কোটি ৭৯ লাখ এবং স্ত্রীর নামে ৩১ কোটি ৩৪ লাখ টাকার। তার ঘরে দুটি গাড়ি, অলংকার, আগ্নেয়াস্ত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।
জমি ও ফ্ল্যাটসহ উত্তরাধিকারে তার পরিবারের সম্পদ উল্লেখযোগ্য। মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ টাকার মধ্যে ৩ কোটি ৫৫ লাখ টাকার আয়কর দিয়েছেন। স্ত্রী আফরোজা আব্বাসের সম্পদ ২০ কোটি ৫৯ লাখ, ছেলে ইয়াসিরের ৬৬ কোটি ৬৪ লাখ এবং মেয়ে নাবিলার ৬ কোটি ৪২ লাখ টাকার মালিকানা রয়েছে।
হলফনামায় জানানো হয়েছে, মির্জা আব্বাস ও তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ২৫ কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বর্তমানে ৩২টি মামলা চলমান।
এআর