জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন তার বান্দির প্রতি রহম করেন। তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। তিনি ইতিহাসের একটি বিরল সম্মান নিয়ে চলে গেছেন। শেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল। মানুষ আবেগ দিয়ে, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। এটা তার পাওনা ছিল। জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনা আল্লাহর কাছ থেকে পেয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তাকে (খালেদা জিয়া) দেখে আমরাও অনুপ্রাণিত হয়েছি। আমরাও যদি মানুষের জন্য কাজ করি তাহলে মানুষও আমাদের হয়তো চোখের পানি দিয়ে বিদায় দেবে। এটা সবার কপালে জোটে না।’
খালেদা জিয়ার জীবন সংগ্রামী ও আপসহীন জীবন জানিয়ে জামায়াত আমির বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করেছেন। তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। অসুস্থতা আমলে নেওয়ার পরিবর্তে উল্টো উপহাস করেছিল বিগত সরকার।

খালেদা জিয়ার তৈরি করা পাটাতনের ওপর দাঁড়িয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসঙ্গে কাজ করবে। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে আমরা অঙ্গীকারবন্ধ।
তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন, সাইফুল আলম খান মিলন প্রমুখ।
গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বুধবার সংসদ ভবন এলাকায় তার ঐতিহাসিক জানাজা হয়। পরে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বিইউ/এমআর