জেলা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের নিজের নামে গাড়ি ও বাড়ি নেই। তবে নগদ আছে ১৩ লাখ টাকা আর স্ত্রী সানজিদা আক্তারের আছে চার লাখ টাকা। নিজের ব্যাংকে জমা আছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিলকৃত হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।
পেশা হিসেবে আখতার হোসেন ‘শিক্ষানবিশ আইনজীবী’ এবং স্ত্রী ‘গৃহিণী’ উল্লেখ করা হয়েছে দাখিলকৃত হলফনামায়। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স (এলএলএম) পাস।
হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আখতার হোসেনের বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে বছরে ৮৫ হাজার, ব্যবসা থেকে ১ লাখ ৮০ হাজার এবং চাকরি থেকে ২ লাখ ৪০ হাজার টাকা।
আখতার হোসেনের নিজের রয়েছে ৭ লাখ ও স্ত্রীর আছে ১০ লাখ টাকার গহনা। তার অস্থাবর সম্পদের মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা। আখতার হোসেনের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৮ শতাংশ কৃষি জমি। যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা, তবে ব্যক্তিগত ও সরকারি দায় নেই। তার আসবাবপত্র রয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। তার নামে ব্যাংকে কোনো ঋণ নেই।
হলফনামার তথ্য অনুযায়ী, আখতার হোসেনের নামে বেশ কয়েকটি মামলা হলেও সেই মামলা থেকে অব্যাহতি হয়েছে। তবে বর্তমানে তার নামে এখনো দুটি মামলা রয়েছে। সেই মামলা থেকে জামিনে আছেন তিনি।
আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা।
আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে আখতার হোসেনের। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ।
এএইচ