images

রাজনীতি

তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমান ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। পরে তিনি গুলশান কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন।
 
সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন, সাইফুল আলম খান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বুধবার সংসদ ভবন এলাকায় তার ঐতিহাসিক জানাজা হয়। পরে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরে দাফন করা হয়।
 
বিইউ/ক.ম