images

রাজনীতি / সারাদেশ

৯৮ লাখ টাকার সম্পদের মালিক হান্নান মাসউদ, বাৎসরিক আয় ৬ লাখ

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ নেতা আব্দুল হান্নান মাসউদ। গত ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৬৫ টাকা।

হলফনামা বিশ্লেষণ থেকে জানা গেছে, হান্নান মাসউদ পেশায় একজন ব্যবসায়ী। তিনি ঢাকার পরিবাগে অবস্থিত ‘ডিজিল্যাস্তি গ্লোবাল’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠান থেকে তার বাৎসরিক আয় ৬ লাখ টাকা। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে তিনি ২০ হাজার টাকা আয়কর দিয়েছেন। তার আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখানো হয় ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, তার নিজ নামে নগদ ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ২ হাজার ৫৫ টাকা। এছাড়া তার অন্যান্য অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ লাখ টাকার শেয়ার, ৮ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র। সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির বর্তমান আনুমানিক বাজারমূল্য ৭৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা।

হলফনামায় মাসউদ কোনো ব্যাংক ঋণ বা দায় উল্লেখ করেননি।

হলফনামার তথ্যে আরও জানা যায়, হান্নান মাসুদের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবন নেই এবং তার কোনো আগ্নেয়াস্ত্রও নেই। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম শ্যামলী সুলতানা জেদনী, যিনি পেশায় শিক্ষার্থী। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে আব্দুল হান্নান মাসউদ এইচএসসি (আলিম) পাসের কথা উল্লেখ করেছেন।

প্রতিনিধি/এমআর