images

রাজনীতি

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের প্রতিনিধিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে তাকে শ্রদ্ধা জানাতে দেশের বিশিষ্টজনেরা ছাড়াও ঢাকায় এসেছেন ৩৩ দেশের রাষ্ট্রদূতরা।  

বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা সম্পন্ন হয়। এতে দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ছাড়াও লাখ লাখ মানুষ অংশ নেন।

গতকাল মঙ্গলবার খালেদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে শ্রদ্ধা জানানোর কথা জানিয়েছিলেন বিদেশি মন্ত্রীসহ উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তা। বুধবার সকালেই তারা বাংলাদেশে বিমানযোগে এসে পৌছান। কেউ তারেক রহমানের গুলশানের বাসায় যখন মরদেহ নিয়ে যাওয়া হয় তখন যান, আবার কেউ কেউ জাতীয় সংসদ ভবনে মানিকমিয়া এভিনিউয়ে জানাযায় অংশ নেন। 

বিদেশি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গিয়েল, ভারতের পররাষ্ট্র বিষয়কমন্ত্রী এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলংকার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন বিষয়কমন্ত্রী বিজিথা হেরাথ, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়কমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ‌।

বিদেশ থেকে খালেদার জানাযায় অংশ নিতে ও তাকে শ্রদ্ধা জানাতে আসা বিদেশি মেহমানদের জন্য ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই জাতীয় সংসদ, মানিকমিয়া এভিনিউ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। জানাযার পর খালেদা জিয়াকে দাফন করা হয় জিয়া উদ্যোনে জিয়াউর রহমানের কবরের পাশে। তবে সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া সাধারণ মানুষকে যেতে দেয়া হয়নি। 

এমআইকে/ক.ম