জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মায়ের কবর জিয়ারত করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করার পর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অন্তবর্তীকালীন সরকার ও তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় তারেক রহমানও তার কবরে শ্রদ্ধা জানান। সেখানে তখন স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাইয়ের স্ত্রী শামিলা রহমানসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরশয্যায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এরআগে তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য নির্ধারিত থাকলে মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে ফার্মগেট, বিজয় সরনি, আগারগাঁও, কারওয়ানবাজার, বাংলামোটর, তেজগাঁওসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া আমৃত্যু জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যে ত্যাগ স্বীকার করেছেন, আজ কৃতজ্ঞ জাতি তার শেষ বিদায়বেলায় সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক লড়াইয়ে তিনি যে জনপ্রিয়তার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকের এই মহাসমুদ্র তারই প্রমাণ।

সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। দেশের শীর্ষ রাজনীতিবিদরাও অংশ নিয়েছেন জানাজায়।
বিইউ/এআর