images

রাজনীতি

জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এরপর তার মরদেহ দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। 

মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার পর খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের অজস্র মানুষের উপস্থিতিতে যেন জনস্রোত তৈরি হয়। 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। 

Younus_in_khaleda_zia_janaja
বেগম খালেদা জিয়ার জানাজা

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিকমিয়া এভিনিউতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।   

জানাজার আগে তারেক রহমান বলেন, আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব। খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।  

janaja_kahleda_zia_ii
বেগম খালেদা জিয়ার জানাজা

 

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নেন।  

bnp
বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এছাড়াও দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। 

বেলা ২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় অংশ দেন।

ক.ম/