images

রাজনীতি

ফ্রেমবন্দি করে রাখছেন প্রিয় নেত্রীর বিদায়

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে জমায়েত হওয়া জনস্রোত মোবাইল ফোনে ধারণ করে রাখছেন হাজারো মানুষ। জীবনের এক গুরুত্বপূর্ণ ও ইতিহাসের অংশ হয়ে ওঠা এই মুহূর্তকে স্মৃতিতে ধরে রাখতে অনেককেই দেখা গেছে ভিডিও ও ছবি তুলতে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। জানাজায় অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসেন সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। মানুষের এই ঢল দুপুরের আগেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা ভরে ওঠে।

সকাল থেকেই জানাজাস্থলের চারপাশে মানুষের অবস্থান লক্ষ্য করা গেছে। কেউ জাতীয় পতাকা ও কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন, আবার কেউ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে নীরবে দাঁড়িয়ে আছেন। ভিড়ের মধ্যেই অনেককে মোবাইল ফোন উঁচিয়ে পুরো পরিবেশ ধারণ করতে দেখা গেছে।

জানাজাস্থলে আসা কয়েকজন বলেন, জীবনে অনেক রাজনৈতিক কর্মসূচি দেখেছেন, কিন্তু এমন জনসমাগম খুব কমই দেখা গেছে। এই দৃশ্য তারা নিজেদের চোখে দেখা ইতিহাস হিসেবে মনে করছেন।

এদিকে, জনসমাগমের কারণে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে। ভিড় সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। কোথাও যেন বিশৃঙ্খলা না হয়, সে জন্য বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসানো হয়েছে।

এমআইকে/এএইচ/এমআই