জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বম্তরের মানুষ ছুটে আসছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে। তারা বলছেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়। তিনি আপামর জনতার নেত্রী ছিলেন।
দিনাজপুর থেকে আসা রাকিব বলেন, ‘খালেদা জিয়া দল মত নির্বিশেষে সারই নেত্রী। তিনি ছিলেন আপসহীন। তার আপসহীনতা দলের মধ্যে বজায় রাখতে হবে।’
নরসিংদী থেকে আসা হোসেন বলেন, ‘বাড়ি থাকতে পারিনি। নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজা করতে ছুটে এসেছি।’

নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক বলেন, ‘এরকম দেশপ্রেমিক সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে চলে এসেছি।’
এর আগে, খালেদা জিয়ার অংশগ্রহণের জন্য ভোর থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় এসে জড়ো হচ্ছেন। তাদের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট।
এদিকে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।
এর আগে, বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে।
টিএই/এমআই