images

রাজনীতি

তারেক রহমানের বাসায় যারা উপস্থিত আছেন

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সেখানে আছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন মির্জা আব্বাস, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সেখানে রয়েছেন।

তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এম/এএস