images

রাজনীতি

নির্বাচনি হলফনামা: কোটিপতি তারেক রহমান, পিছিয়ে নেই স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। অন্যদিকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ রয়েছে ১ কোটি ৫৩ হাজার ১৯১ টাকার অর্থাৎ তাঁরা দুজনই কোটিপতি।

বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি হলফনামা বিশ্লেষণ করে এমন জানা যায়।

এতে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। সম্পদের বিবরণীতপে বলা হয়েছে, নগদ অর্থ রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। শেয়ার রয়েছে ৫ লাখ টাকার, কোম্পানি শেয়ার রয়েছে ৪৫ লাখ টাকার আর কোম্পানি নামে উল্লেখ করা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে সঞ্চয়ী আমানত রয়েছে ২০ হাজার টাকা, এফডিআর রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা, অন্যান্য আমানত ১ লাখ টাকা, গহনা রয়েছে ২ হাজার ৯৫০ টাকার, আসবাবপত্র রয়েছে ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা, অকৃষি জমি রয়েছে ২ দশমিক ০১ একর ১ দশমিক ৪ শতাংশ যার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। একটি ভবন রয়েছে ২ দশমিক ৯ শতাংশ জমির উপর। তবে উপহার হিসাবে পাওয়ায় তার মূল্য দেওয়া হয়নি। এতে তার মোট বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা আর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার যা তিনি আয়কর রিটার্ন দাখিল করেছেন।

অন্যদিকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা। আর সম্পদ রয়েছে ১ কোটি ৫৩ হাজার ১৯১ টাকার। যা তিনি আয়কর রিটার্ন দাখিল করেছেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ঢাকা-১৭ ও বগুড়া-৬ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। 

ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/