images

রাজনীতি

ভবিষ্যৎ নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় জামায়াত আমিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ছাত্র ও যুবকদের হাতেই তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তরুণদের চিন্তা, স্বপ্ন ও প্রস্তাবনাকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি করতে চায় জামায়াতে ইসলামী। ‘ইয়াং লিডারস’ গড়ে তুলে তরুণদের নেতৃত্বেই একটি গৌরবের, নিরাপদ ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান তিনি। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজনে ‘হ্যালো আওয়ার লিডার’ শীর্ষক সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে ছাত্র, তরুণ ও যুব নাগরিকদের উদ্দেশে এসব বলেন জামায়াত আমির।

2

ডা. শফিকুর রহমান বলেন, বয়স দিয়ে নয়, মানসিকতা দিয়েই তারুণ্য নির্ধারিত হয়। সামান্য বাধায় যে পিছু হটে, সে প্রকৃত অর্থে তরুণ নয়। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই, যারা অন্যায়ের সামনে আপসহীনভাবে দাঁড়াতে জানে।

শরিফ ওসমান হাদিকে আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন এক লড়াকু সেনাপতি হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, হাদি আজ নেই, কিন্তু তার আদর্শ বেঁচে থাকবে। তোমাদের প্রত্যেককে বলতে হবে— ‘আমিই হাদি’। এভাবেই বাংলাদেশ পথ হারাবে না।

জামায়াত আমির বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় দেশে ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষসহ সাধারণ মানুষ কেউই নিস্তার পায়নি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যুবসমাজ যেভাবে জেগে উঠেছিল, সেটিই প্রমাণ করে— এ দেশের তরুণরা অন্যায়ের সঙ্গে আপস করতে জানে না।

1

জামায়াত আমির শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করা শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনে সন্তানদের জাতির জন্য উৎসর্গ করা মা–বাবাদের স্যালুট জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ‘জনতার ইশতেহার’ প্রকাশ করেছি শুধু তোমাদের ভাবনা জানার জন্য। তোমাদের স্বপ্ন, চিন্তা ও প্রস্তাবনাই হবে আগামীর বাংলাদেশের রূপরেখা। তোমাদের ভাবনাতেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের শীর্ষ নেতারা।

টিএই/ক.ম