নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
বেগম খালেদা জিয়াকে দাফনের পূর্বে রাষ্ট্রীয় সম্মান জানানোর পাশাপাশি সামরিক কায়দায় গান স্যালুট জানানো হবে। ২১ বার কামানের তোপধ্বনির মাধ্যমে এ সম্মান প্রদর্শন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জানাজাপূর্ব প্রস্তুতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আলোচনা হয়— বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রীই শুধু নন, জাতীয় ঐক্যের প্রতীক। তিনি একজন সাবেক রাষ্ট্রপতির সহধর্মীনি এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে তার অপরিসীম অবদান রয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বেগম খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তাঁর আপসহীন সংগ্রামী ভূমিকা বাংলাদেশের বাইরেও সম্মান ছড়িয়েছে। তিনি ছিলেন শান্তি, অগ্রগতি ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর বেগম খালেদা জিয়াকে ২১ বার তোপধ্বনি ও বিউগলে করুণ সুর দিয়ে শেষ বিদায়ী সম্মান জানানোর সিদ্ধান্ত হয়। বাংলাদেশে সামরিক কায়দায় ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানানোর মাধ্যমে দাফন করা হয়। পাকিস্তান আমলে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্পিকার তমিজউদ্দিন খানকেও এই সম্মান জানানো হয়েছিল। বৈঠকে এসব বিষয়েও আলোচনা হয়।
ক.ম/